সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। চরমোনাই পীর বলেন, ছাত্রলীগের নামধারী ছাত্রদের কাছে শিক্ষক, নিরীহ ছাত্র কেউ-ই নিরাপদ নয়। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন দেখে দেশের বিশেষ করে অভিভাবক মহল চরম উদ্বিগ্ন, আতঙ্কিত ও বিস্মিত। তিনি বলেন, সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্র মহড়া ও সাধারণ ছাত্রছাত্রীদের ওপর তাদের নগ্ন হামলা এবং পুলিশের সামনে পিস্তলে গুলি ভরার মত কর্মকাণ্ড সচেতন অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে দেশবাসীকে আরো বিস্মিত করেছে। রেজাউল করীম বলেন, ছাত্ররা লেখাপড়ায় মত্ত থাকবে, ভবিষ্যত দেশ গড়ার জন্য আদর্শ ও প্রকৃত মানুষরুপে গড়ে উঠবে। কিন্তু প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে প্রকৃতপক্ষে তারা ছাত্রদের ইতিহাস ও ঐতিহ্যকে ধুলিসাৎ করে দিয়েছে। তিনি বলেন, যাদের কারণে শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতির সৃষ্টি হলো সেই ছাত্র নামের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চরমোনাই পীর আরো বলেন, ছাত্রলীগের তাণ্ডবে পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। ছাত্রলীগের লাগাম টেনে ধরে রাখতে পারছেন না খোদ প্রধানমন্ত্রী। তাহলে সহজেই অনুমেয় ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডব কোন পর্যায়ে? সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হলে ছাত্রলীগই আওয়ামী লীগসহ পুরো দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
Recent post
ছাত্রলীগই আ’লীগসহ পুরো দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট-চরমোনাই পীর
Recent post
Product Description
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন। চরমোনাই পীর বলেন, ছাত্রলীগের নামধারী ছাত্রদের কাছে শিক্ষক, নিরীহ ছাত্র কেউ-ই নিরাপদ নয়। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন দেখে দেশের বিশেষ করে অভিভাবক মহল চরম উদ্বিগ্ন, আতঙ্কিত ও বিস্মিত। তিনি বলেন, সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্র মহড়া ও সাধারণ ছাত্রছাত্রীদের ওপর তাদের নগ্ন হামলা এবং পুলিশের সামনে পিস্তলে গুলি ভরার মত কর্মকাণ্ড সচেতন অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে দেশবাসীকে আরো বিস্মিত করেছে। রেজাউল করীম বলেন, ছাত্ররা লেখাপড়ায় মত্ত থাকবে, ভবিষ্যত দেশ গড়ার জন্য আদর্শ ও প্রকৃত মানুষরুপে গড়ে উঠবে। কিন্তু প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে প্রকৃতপক্ষে তারা ছাত্রদের ইতিহাস ও ঐতিহ্যকে ধুলিসাৎ করে দিয়েছে। তিনি বলেন, যাদের কারণে শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতির সৃষ্টি হলো সেই ছাত্র নামের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চরমোনাই পীর আরো বলেন, ছাত্রলীগের তাণ্ডবে পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। ছাত্রলীগের লাগাম টেনে ধরে রাখতে পারছেন না খোদ প্রধানমন্ত্রী। তাহলে সহজেই অনুমেয় ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডব কোন পর্যায়ে? সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হলে ছাত্রলীগই আওয়ামী লীগসহ পুরো দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
0 Reviews:
Post Your Review