বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল

বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল

Short Description:

Product Description

বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল

বিপদ ও মুছিবতে সাহায্য চাওয়ার আমল

বিপদ ও মুছিবতের সময় আল্লাহর সাহায্য চাওয়ার আমল।
যা কুরআন ও সহিহ হাদিসে এসেছে। জাগো নিউজে তা তুলে ধরা হলো...
বিপদ ও মুছিবতের সময় আল্লাহর সাহায্য চাওয়ার আমল। যা কুরআন ও সহিহ হাদিসে এসেছে। জাগো নিউজে তা তুলে ধরা হলো-

 لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ     

উচ্চারণ- লাই ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। (সূরা আম্বিয়া : আয়াত ৮৭)
অর্থাৎ অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেন, তুমি ব্যতীত কোন উপাস্য নেই; 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিপদ ও সংকটকালে বলতেন-
يَا حَيُّ يَا قَيُّوْمُ  بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
উচ্চারণ- ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছু। (তিরমিজি, মিশকাত)
অর্থাৎ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি। 

কোনো মুসলমানের ওপর বিপদ আসলে বলতে হয়-
 إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ     
উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (সূরা আল-বাক্কারা : আয়াত ১৫৬)
অর্থাৎ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।
اَللّهُمَّ أَجِرْنِي فِي مُصِيْبَتِي وَ اَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণ- আল্লাহুম্মা আঝিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরামমিনহা। (মুসলিম, মিশকাত)
অর্থাৎ- হে আল্লাহ! আমাকে কষ্টের দরুণ সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু দান করুন।
মুমিনের বৈষ্টিশ্য হলো- হঠাৎ বালা-মুছিবতের সম্মুখীন হলে ধৈর্য সহকারে উক্ত দোয়া পাঠ করা। তাছাড়া হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে-
اَللّهَمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَاتَكْلِنِي اِلَي نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ وَّ أَصْلِحْ لِيْ شَانِي كُلُّهُ لا اِلَهَ اِلَّا أَنْتَ -
উচ্চারণ- আল্লাহুম্মা রাহমাতিকা আরঝু ফালা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইনিও ওয়া আসলিহলি শানি কুল্লুহু লা ইলাহা ইল্লাহ আনতা। (আবু দাউদ, মিশকাত)
অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার দয়া কামনা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাত ছেড়ে দিও না। বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও। তুমি ব্যতীত কোনো মা’বুদ নাই।

পরিশেষে...
বিপদ-মুসিবত থেকে হেফাজত থাকার জন্য কুরআন ও হাদিসের আমলগুলো করার তাওফিক চাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন

0 Reviews:

Post Your Review