মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামাতে পারবে না পুলিশ : আইজিপি - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামাতে পারবে না পুলিশ : আইজিপি

মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামাতে পারবে না পুলিশ : আইজিপি

Short Description:

Product Description


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন,
''সুনিদিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামাতে পারবে না পুলিশ। এ ছাড়া, কোরবানির পশু আনা-নেওয়ায় নিরাপত্তাব্যবস্থা থাকবে।'' সোমবার দুপুরে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ''নির্ধারিত পশুর হাট ছাড়া মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। অবৈধ পশুর হাট বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।''
কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার বসানো হবে। পাশাপাশি পুলিশ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি আরো বলেন, ''তবে রাজধানী থেকে চামড়াবাহী কোনো ট্রাক বাইরে যেতে দেওয়া হবে না। এ জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে।'' সংবাদ সম্মেলনের আগে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

0 Reviews:

Post Your Review