ভারতে মরিচের গুড়া ছিটাতে পুলিশের ড্রোন ব্যবহার - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
ভারতে মরিচের গুড়া ছিটাতে পুলিশের ড্রোন ব্যবহার

ভারতে মরিচের গুড়া ছিটাতে পুলিশের ড্রোন ব্যবহার

Short Description:

Product Description


ভারতে মরিচের গুড়া ছিটাতে পুলিশের ড্রোন ব্যবহার
২০১৫ এপ্রিল ০৮ ১১:০৮:৩৪ ভারতের
উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্মণ শহরের পুলিশ বিশৃঙ্খল জনসমাবেশ ছত্রভঙ্গ করতে ড্রোন দিয়ে মরিচের গুড়া ছেটানোর উদ্যোগ নিয়েছে।
কিছু ড্রোন কেনাও হয়েছে যেগুলোর একএকটি দুকেজি পর্যন্ত মরিচের গুড়া নিয়ে উড়তে পারবে। নগরের সিনিয়র একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র বলছে, বিশৃঙ্খলতা নিয়ন্ত্রণে লাঠি পেটা করার চাইতে এ ব্যবস্থা অনেক সহনীয়।
উত্তর প্রদেশের অনেক জায়গাতেই পর্যবেক্ষণের জন্য পুলিশ এসব দুর-নিয়ন্ত্রিত উড়ন্ত যান বা ড্রোন ব্যবহার করছে।
কিন্তু ড্রোনকে অস্ত্র হিসাবে ব্যবহারের উদ্যোগ এই প্রথম। লক্ষ্মৌ পুলিশের অভিনব এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এই উদ্যোগের প্রশংসা করছেন।
কেউ কেউ আবার লিখছেন, পুলিশের এই ড্রোনগুলোকে অনেকেই ভূপাতিত করার চেষ্টা করবে।
অনেকে আবার আশঙ্কা করছেন আকাশ থেকে নির্বিচারে এ ধরণের মরিচের গুড়া ছড়ালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা নিরপরাধ পথচারীরাও তার শিকার হবে।

0 Reviews:

Post Your Review