‘কুমিল্লা’ নামে দল আসছে বিপিএলে (ভিডিও) - NEW WITH ALWAYES DAILY PROYJON24
SUBTOTAL :
‘কুমিল্লা’ নামে দল আসছে বিপিএলে (ভিডিও)

‘কুমিল্লা’ নামে দল আসছে বিপিএলে (ভিডিও)

Short Description:

Product Description

bpl_logo_t20
নিজস্ব প্রতিবেদক: নানা রকম চড়াই-উতরাই পেরিয়ে আসা বিপিএল টি-২০ টুর্নামেন্ট এখনও দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আর্কষণের কেন্দ্রে অবস্থান করছে। টুর্নামেন্টের তৃতীয় আসরে কয়টি দল অংশ নিবে তা নিশ্চিত নয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরাও জানিয়েছেন, এবার দল বাড়তে পারে। আবার আগের মতো ৭টি দলই থাকতে পারে।
তবে বিসিবি সূত্র জানিয়েছে, তৃতীয় আসরে কুমিল্লা লিজেন্ডস নামে একটি দল থাকার সম্ভাবনা রয়েছে। এই নামেই এক ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহী। সূত্র জানায়, “কুমিল্লা নামে একটি দল থাকার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু বিপিএলে ৭টি বিভাগই রাখতে হবে, এমন কোন গঠনতন্ত্র নেই।
৭টি বিভাগের নাম রেখেই নামগুলো চুড়ান্ত করতে হবে, এমন কোন নিয়মও নেই। তাই যে প্রতিষ্ঠান দল কিনবে, তারাই নিজেদের মত করে নাম দিতে পারে। সেক্ষেত্রে একটি ফ্র্যাঞ্জাইজি কুমিল্লা নামটিও দিতে পারে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিতে রাজি হয় এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সুপারিশ করে তাহলে এ নামে একটি দল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো।” সবকিছু ঠিক হবে ৩০ আগস্টের পর। বিপিএল গভর্নিং কাউন্সিলের সুপারিশের পর দল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিসিবির বোর্ড সভায়।
https://youtu.be/kl0tiY9ghQ4
সূত্রের দাবি, বিপিএলে এবার নোয়াখালী, কুমিল্লার মতো কয়েকটি জেলা থেকে দল নিতে আগ্রহ দেখেছে বিসিবি। এবার না হলেও আগামী বছর গুলোতে বিপিএলের দলের সংখ্যা বাড়বে। তখন বাংলাদেশে বিভাগের সংখ্যাও দুটি বাড়তে পারে। নতুন বিভাগ হওয়ার কথা রয়েছে কুমিল্লা ও ময়মনসিংহের।
শুধু কুমিল্লা লিজেন্ডস নয় নতুন দল হিসেবে ঢাকা মেট্রোর কথাও শোনা যাচ্ছে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা ঢাকা মেট্রোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, “দল ৭টা না ৮ টা হয় বলা যাচ্ছে না। ঢাকা মেট্রো বধোহয় হবে না। এটা যে কোনো একটা বাইরের দল হতে পারে।”
বিসিবি সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যে বৃহস্পতিবার পর্যন্ত সাতটি দল বিসিবির বেঁধে দেয়া শর্ত পূরণ সাপেক্ষে বিপিএলের তৃতীয় আসরে খেলার আগ্রহ দেখিয়েছে। যার পুরোনো দুটি ও নতুন পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। পুরোনোদের বকেয়া পরিশোধের সময় বৃহস্পতিবারই শেষ হয়েছে। তাই কার্যত ধরা যায়, রংপুর রাইডার্স ও সিলেট রয়্যালস ছাড়া আগের দলগুলোর মধ্যে আর কেউ বিপিএলের তৃতীয় আসরে খেলছে না। তবে বিসিবি আগামী ৩০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে। কারণ নতুন প্রতিষ্ঠানগুলোকে সময় দেয়া হয়েছে ওই তারিখ পর্যন্ত।

0 Reviews:

Post Your Review